সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় রয়েছে। প্রথম ম্যাচ ৭৪ রানের ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে মাত্র ১ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ।
তাই বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। যা সিরিজ নির্ধারণী হিসেবে গুরুত্ব বহন করছে। বাংলাদেশ সময় দুপুর ১.৩০ টায় ম্যাচটি শুরু হবে।
মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে বাংলাদেশের বোলিং কম্বিনেশনে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ব্যাটিং অর্ডারে তানজিদ হাসান তামিমকে ফেরানো হতে পারে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনিকও খেলার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাইফ হাসান/তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান/জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এমবি