-68f9dc1b7d9fb.jpg)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই।
প্রথম ম্যাচে ৭৪ রানের জয় তুলে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর সুপার ওভারে ১ রানে হেরে যায় টাইগাররা। ফলে বৃহস্পতিবার দুপুর দেড়টায় শুরু হওয়া শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে শিরোপা নির্ধারণের লড়াই।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশের একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।
এমবি