বাংলাদেশ নৌবাহিনীর কৃতী জলযুদ্ধা ও নিকলী সুইমিং ক্লাবের সাবেক সাঁতারু কাজল মিয়া এবারের ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫-এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
এক প্রতিযোগিতায় এককভাবে ছয়টি নতুন জাতীয় রেকর্ড গড়ে এবং একাধিক ইভেন্টে স্বর্ণপদক জিতে তিনি সাঁতার অঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
কাজল মিয়া ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ফ্রিস্টাইল, ৪০০ মিটার ফ্রিস্টাইল, ৮০০ মিটার ফ্রিস্টাইল ও ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে তিনি ব্যক্তিগত সেরা সময় অর্জন করেন।
দলগত ইভেন্ট ৪২০০ মিটার ফ্রিস্টাইল রিলে-তেও স্বর্ণ জিতে নেন এই নিকলীর গর্বিত সন্তান। তার এই অসামান্য সাফল্যে গর্বিত সমগ্র নিকলী ও কিশোরগঞ্জবাসী। স্থানীয় ক্রীড়ামোদীরা বলেন, “ছোটবেলা থেকেই কাজল নিয়মিত অনুশীলন করত। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি নিকলীর ক্রীড়া ইতিহাসের গৌরব।”
নিকলী সুইমিং ক্লাবের প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকরা মনে করেন, কাজল মিয়ার সাফল্য তরুণ প্রজন্মকে নতুন করে অনুপ্রাণিত করবে। তারা বলেন, “কাজল আমাদের জন্য গর্বের প্রতীক। সে প্রমাণ করেছে, পরিশ্রম ও নিয়মিত চর্চা থাকলে নিকলীর মতো প্রত্যন্ত এলাকা থেকেও জাতীয় মঞ্চে নাম লেখা সম্ভব।”
স্থানীয় ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, কাজল মিয়ার ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের যোগ্য করে তুলছে। তারা আশাবাদী, ভবিষ্যতে এই সাঁতারু বাংলাদেশের লাল-সবুজ পতাকা বিশ্ব দরবারে উড়াবেন।
বিকেপি/এমবি


