Logo

খেলা

৩য় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৩

৩য় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ছবি : সংগৃহীত

টানা চারটি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এবার কঠিন বাস্তবতার মুখোমুখি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে পরপর দুই ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। সেই পরিস্থিতিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, শেষ ম্যাচের জন্য আগের স্কোয়াডেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এর আগে ওয়ানডে সিরিজ চলাকালীন প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করা হয়েছিল।

সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও সন্ধ্যায় গড়াবে লড়াই।

বাংলাদেশ দলের লক্ষ্য এবার শুধুই সান্ত্বনার জয় ও হোয়াইটওয়াশ এড়ানো।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর