Logo

খেলা

ফুটবলের দেশে বাংলার তারকা

ব্রাজিল জাতীয় দলে জায়গা পেলেন বাংলাদেশি তরুণ!

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:১৯

ব্রাজিল জাতীয় দলে জায়গা পেলেন বাংলাদেশি তরুণ!

নোয়াখালীর চৌমুহনীর সন্তান নিবলু এখন গর্বের নাম। চাকরির সুবাদে ব্রাজিলে গেলেও নিজের মেধা ও পরিশ্রমের জোরে জায়গা করে নিয়েছেন ব্রাজিল জাতীয় ক্রিকেট দলে।

শৈশব থেকেই ক্রিকেটের প্রতি নিবলুর গভীর ভালোবাসা ছিল। চৌমুহনীর স্থানীয় মাঠে নিয়মিত খেলতেন তিনি। পেশাগত কাজে ব্রাজিলে যোগ দিলেও ক্রিকেটকে ছাড়েননি। স্থানীয় ক্লাব ক্রিকেটে নিয়মিত খেলে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দ্রুত সবার নজরে আসেন। পরবর্তীতে তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ডাক পান ব্রাজিল জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে।

যদিও অলরাউন্ডার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন, তবু ব্যাটসম্যান হিসেবেই নিজেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন নিবলু। ব্যাট হাতে ঠান্ডা মাথায় ইনিংস গড়া ও দ্রুত পরিস্থিতি বুঝে খেলার দক্ষতার জন্য কোচ ও সতীর্থদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

নিবলুর এই সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের, বিশেষত স্ত্রীর অকৃত্রিম সহায়তা ও অনুপ্রেরণা। নিবলু বলেন, ‘আমার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে আমার স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। সে সবসময় পাশে থেকেছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমি চাই, আমার মাধ্যমে বাংলাদেশের নাম ব্রাজিলের মাটিতেও উজ্জ্বল হোক।’

আগামী মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের হয়ে মাঠে নামবেন এই বাংলাদেশি ক্রিকেটার। ইতোমধ্যেই ব্রাজিল ক্রিকেট বোর্ড তার ব্যাটিং ও অলরাউন্ড পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছে।

তিনি প্রমাণ করেছেন যে পরিশ্রম, প্রতিভা ও পরিবারের সমর্থন থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে সাফল্য অর্জন করা সম্ভব।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর