Logo

খেলা

মান বাঁচানোর ম্যাচেও হারল টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:০৯

মান বাঁচানোর ম্যাচেও হারল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে মান বাঁচানোর ম্যাচটিও হারল লিটন দাসের দল। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হলো টাইগাররা।

শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ।

এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার তানজিদ তামিম। ৬২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসে খেলেন তিনি, যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। সাইফ হাসান করেন ২৩ রান। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

জবাবে ১৬.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে শেখ মেহেদি, শরিফুল ও নাসুম আহমেদের বোলিংয়ে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও পরে ম্যাচ ঘুরিয়ে দেন রোস্টন চেস ও আকিম অগাস্টে। দুজনই করেন ফিফটি; চেস ৫০ ও অগাস্টে ২৫ বলে ৫০ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদি, শরিফুল, নাসুম ও রিশাদ একটি করে উইকেট নেন। তবে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই লড়াই করতে পারেনি লিটন দাসের দল। সিরিজ হারের সঙ্গে হোয়াইটওয়াশের তিক্ততাও নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

এর আগে সিরিজের দুই ম্যাচেই টস জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। প্রথম ম্যাচে ১৬ রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ম্যাচে ১৪ রানে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর