ফাইল ছবি (সংগৃহীত)
আবারও টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। চলতি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব দেবেন তিনি।
শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৩ সালে প্রথমবার টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন শান্ত। এরপর তার নেতৃত্বে ১৪টি টেস্টে মাঠে নামে বাংলাদেশ। তবে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে মতবিরোধের পর গত জুনে তিনি টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্ট শেষে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।
এরপর দীর্ঘ বিরতি। প্রায় পাঁচ মাস পর আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে নতুন অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিসিবি। নানা আলোচনা-পর্যালোচনার পর শান্তকেই আবারও দায়িত্বে ফিরিয়ে আনা হলো।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বোর্ড শান্তর নেতৃত্বে আস্থা রাখছে। লাল বলের ক্রিকেটে তার নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা। টেস্ট ক্রিকেটের প্রতি তার নিষ্ঠা ও গভীর বোঝাপড়া প্রশংসনীয়। তার নেতৃত্বে দল আরও পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।’
অধিনায়কত্বের দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে অব্যাহত থাকতে পারা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। সামনে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মৌসুম আসছে। আয়ারল্যান্ড সিরিজ দিয়েই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে যাত্রা শুরু করতে মুখিয়ে আছি।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের পর থেকে বাংলাদেশ টেস্ট খেলেনি। সেই সিরিজেই শেষবার নেতৃত্ব দেন শান্ত। অবশেষে বিসিবি নিশ্চিত করল— নতুন টেস্ট চক্রেও লাল বলের দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
এমএইচএস

