Logo

খেলা

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, স্বপ্নভঙ্গ প্রোটিয়াদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৪২

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, স্বপ্নভঙ্গ প্রোটিয়াদের

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল। রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে নতুন এ ইতিহাস গড়ে ভারতীয় নারীরা।

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা লরা উলভার্টের সেঞ্চুরিতে (১০১) ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত ২৪৬ রানে অলআউট হয়। দীপ্তি শর্মা একাই নেন ৫ উইকেট।

২৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একসময় জয়ের স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরিতে (১০১) ভালো অবস্থানে থাকলেও ৪২তম ওভারে দীপ্তি শর্মার বলে আমানজোত কৌরের এক অবিশ্বাস্য ক্যাচে তার বিদায়ের পরই ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। শেষ পর্যন্ত ২৪৬ রানে অলআউট হয়ে আরও একবার বড় মঞ্চে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে তারা।

বল হাতে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ে মূল ভূমিকা রাখেন স্পিনার দীপ্তি শর্মা। শেফালি ভার্মা শিকার করেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। ভেজা উইকেটের সুবিধা নিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তবে শুরু থেকেই প্রোটিয়াদের পরিকল্পনা ভেস্তে দেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতেই তারা ১৭.৩ ওভারে তোলে ১০৪ রান।

মান্ধানা ৮টি চারে করেন ৪৫ রান, শেফালি ৭টি চার ও ২ ছক্কায় খেলেন বিধ্বংসী ৮৭ রানের ইনিংস। জেমিমাহ রদ্রিগেজ (২৪) কিছুটা সহায়তা করলেও মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। তবে শেষদিকে দীপ্তি শর্মা ও রিচা ঘোষের ঝড়ো ব্যাটিং দলকে বড় সংগ্রহে পৌঁছে দেয়।

রিচা ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন। আর দীপ্তি শর্মা ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রানের দারুণ ইনিংস খেলে শেষ বলে রান আউট হন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবোঙ্গা খাকা ৯ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে হারের পর অবশেষে নারী ক্রিকেটে ভারতের হাতে উঠল বিশ্বজয়ের মুকুট।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর