২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ থাকলেও পদত্যাগ করেছেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরই মধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে তিনি আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
বুধবার (৫ নভেম্বর) সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ স্বশরীরে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারবো। তবে আমি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছি। পদত্যাগপত্র জমা দিলেও নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ করে যাবো।’
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ইতোমধ্যেই নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর সালাউদ্দিনকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোনও দলের কোচিং প্যানেলে দেখা যেতে পারে।
এমবি

