ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের অংশগ্রহণ আরও সম্প্রসারিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বশেষ সভায় ঘোষণা দিয়েছে, ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। এছাড়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলসংখ্যা ১০ থেকে বেড়ে ১২ করা হয়েছে।
আইসিসি জানায়, নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও সাম্প্রতিক সাফল্যের ওপর ভিত্তি করে তারা নারী ক্রিকেটে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে সরাসরি মাঠে প্রায় তিন লাখ দর্শক খেলা দেখেছেন, যা ইতিহাসে রেকর্ড। শুধু ভারতে ম্যাচগুলোতে দর্শকসংখ্যা ৫০ কোটির বেশি। টেলিভিশন ও অনলাইনেও তুর্নামেন্টটি রেকর্ড দর্শক পেরিয়েছে।
আইসিসি জানিয়েছে, ২০০০ সাল থেকে নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলেছে মাত্র ৮টি দল। ২০২৯ সালের সংস্করণে ১০ দল অংশ নেবে এবং মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ বিশ্বকাপে ৮ দল খেলেছিল ৩১টি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আগের ১০ দলের পরিবর্তে এবার ১২ দল খেলা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া আইসিসি নারী ক্রিকেট কমিটিতে নতুন সদস্যদের অনুমোদন দিয়েছে। কমিটিতে যুক্ত হয়েছেন অ্যাশলে ডি সিলভা, মিতালি রাজ, আমোল মুজুমদার, বেন সোয়ার, শার্লট এডওয়ার্ডস ও সালা স্টেলা সিয়ালে-ভেয়া। আইসিসি বলেছে, এই পদক্ষেপ নারী ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী জনপ্রিয়তা আরও বাড়াবে।
এমএইচএস

