নিকুঞ্জ রানার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে গোমতি কিংসের শিরোপা জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৩:৫৩
নিকুঞ্জ রানার্স আয়োজিত ‘নিকুঞ্জ রানার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ-২০২৫’-এর ফাইনাল খেলা, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৭ নভেম্বর) পূর্বাচল মাঠে অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনায় ভরা ফাইনালে গোমতি কিংস ট্রাইবেকারে ৫–৩ গোলে সীমান্ত টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে গোমতি কিংসের খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৫–৩ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন ও মনজুর হোসেন, এবং প্রভাতী মেলার সভাপতি মোশারফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবোনিয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার মো. আলমগীর হোসেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার খালিদ হোসেন তরফদার।
নিকুঞ্জ রানার্সের পরিচালক এ এম আইয়ুব বলেন, ‘নিকুঞ্জ রানার্স দেশের একটি স্বনামধন্য রানিং ক্লাব। দৌড়ের পাশাপাশি আমরা নিয়মিত ফুটবল ও ক্রিকেটের মতো খেলার আয়োজন করি। এসব আয়োজনের উদ্দেশ্য সদস্যদের পারস্পরিক সম্পর্ক মজবুত করা, শারীরিক ফিটনেস বজায় রাখা এবং খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ জাগানো।’
তিনি আরও বলেন, ‘নিকুঞ্জ রানার্সের এই আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে শারীরিক সচেতনতা ও মানসিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।’
এমএইচএস

