Logo

খেলা

ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৫:২৮

ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়

টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে টাইগাররা ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জয় পেয়েছে। ইনিংস ব্যবধানে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জয়।

এর আগে দুই বছর আগে মিরপুরে প্রথমবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে বাংলাদেশ ৭ উইকেটে জিতেছিল। এবার সিলেটে আরও দাপুটে পারফরম্যান্সে জয় পেল লাল-সবুজ জার্সিধারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিন-পেস বোলিংয়ের সামনে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এরপর ব্যাট হাতে রানের পাহাড় গড়ে টাইগাররা। মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং সাদমান, মুমিনুল ও লিটন দাসের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৫৮৭ রান। ফলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ৩০১ রানে।

বড় লিডের চাপ সামলাতে নেমে দ্বিতীয় ইনিংসে দুর্দশায় পড়ে আইরিশরা। তৃতীয় দিনের শেষে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। তবে চতুর্থ দিনে কিছুটা প্রতিরোধ গড়ে ম্যাকব্রাইন, স্টার্লিং, বালবার্নি, নেইল ও ম্যাককার্থির ব্যাটে। মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ১৯৮।

বিরতির পর আর বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি সফরকারীরা। নাহিদ রানার বলে অ্যান্ডি ম্যাকব্রাইন ৫২ রানে ক্যাচ তুলে দিলে ভাঙে প্রতিরোধ। পরে ব্যারি ম্যাককার্থি ও জর্ডান নেইলের ৫৬ বলে ৫৪ রানের নবম উইকেট জুটি কিছুটা লড়াই দেখালেও শেষ পর্যন্ত ২৫৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেন তরুণ স্পিনার মুরাদ। তাইজুল ইসলাম নেন ২ উইকেট ও নাহিদ রানা নেন একটি উইকেট।

১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি অল্পের জন্য হাতছাড়া হলেও তার ব্যাটেই দাঁড়িয়েছিল বাংলাদেশের বিশাল সংগ্রহ। এক ইনিংসেই ম্যাচ শেষ করে সিরিজ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর 

আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬/১০

বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৪১ ওভারে ৫৪৭/৮ ডিক্লেয়ার

আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস) : ৭০.২ ওভারে ২৫৪/১০ (স্টার্লিং ৪৩, কারমাইকেল ৫, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯, হামফ্রিস ১৬, অ্যান্ডি বলবার্নি ৩৮, ম্যাকব্রাইন ৫২, নেইল ৩৬, ম্যাককার্থি ২৪, ইয়াং ০*; হাসান মাহমুদ ৬-২-১৫-০, নাহিদ ৮-১-৪০-২, মিরাজ ১৯-৪-৪৮-০, হাসান মুরাদ ১৪-১-৬০-৪, তাইজুল ২৩.২-৩-৮৪-৩)

ফলাফল : বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী

ম্যাচসেরা : মাহমুদুল হাসান জয়

সিরিজ : দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ০-১ ব্যবধানে এগিয়ে। 

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর