Logo

খেলা

কলকাতা টেস্ট শেষ ৩ দিনে, ৩০ রানে হেরে গেল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫২

কলকাতা টেস্ট শেষ ৩ দিনে, ৩০ রানে হেরে গেল ভারত

ইডেন গার্ডেন্সের স্পিন পিচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৩০ রানে হেরে গেল। ১২৪ রানের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

তৃতীয় দিনে উইকেট পতন হয়েছে ১২টি ভারতের দ্বিতীয় ইনিংস মাত্র ৯৩ রানে শেষ হয়ে গেলে সিরিজে ১-০ তে এগিয়ে যায় প্রোটিয়া দল।

প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারের স্পিনে ৩৫ ওভারে অলআউট হয়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৫৩ রানে শেষ হওয়ার পর ভারতের শুরুটা ছিল হতাশাজনক। চতুর্থ বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। এক রানে আউট হন লোকেশ রাহুল। উভয় ব্যাটসম্যানকে ফেরান মার্কো জানসেন।

জানসেনের পারফরম্যান্সের সাথে সঙ্গে সাইমন হার্মার ভারতের ব্যাটিং ভেঙে দেন। তিনি ধ্রুব জুড়েল (১৩), রিশাভ পান্ত (২), রবীন্দ্র জাদেজা (১৮) এবং কুলদীপ যাদবকে (১) আউট করেন। ওয়াশিংটন সুন্দর (৩১) ফিরেছেন এইডেন মার্করামের হাতে। এবং তিনিই ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন।

অক্ষর প্যাটেল (২৬) ও মোহাম্মদ সিরাজ (০) পরপর দুই বলে আউট হন কেশব মহারাজের শিকার হয়ে। ঘাড়ে চোটের কারণে অধিনায়ক শুভমান গিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি, যা ভারতের জন্য বড় প্রভাব ফেলে।

এই ইনিংসে সাইমন হার্মার ৪ উইকেট নেন। মার্কো জানসেন ও কেশব মহারাজ দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান এইডেন মার্করাম।

২২ নভেম্বর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর