উগান্ডাকে উড়িয়ে নারী কাবাডি বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:০৪
ছবি : সংগৃহীত
নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উগান্ডাকে ৪২–২২ পয়েন্টে হারিয়ে লাল-সবুজের মেয়েরা দেখিয়েছে তাদের ছন্দ, সক্ষমতা আর চাপ সামলানোর পরিপক্বতা।
ম্যাচের শুরুটা যদিও ছিল চ্যালেঞ্জিং। আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডা প্রথম কয়েক মিনিটেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশকে চাপে রাখে। তবে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে বাংলাদেশ।
প্রথমার্ধের শেষভাগে টানা সফল রেইড ও শক্তিশালী রক্ষণভাগ দলকে বিরতিতে ১৪–১২ পয়েন্টে এগিয়ে দেয়। সেখান থেকেই বদলে যায় ম্যাচের চিত্র।
বিরতির পর পুরো খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ২৮ পয়েন্ট আদায় করে প্রতিপক্ষকে দুইবার অলআউট করে পুরো লড়াই একপেশে করে দেয় তারা। উগান্ডা লড়াইয়ে ফিরতে চাইলেও সংগঠিত রক্ষণ আর ধারাবাহিক আক্রমণের সামনে টিকতে পারেনি।
ম্যাচ সেরার পুরস্কার যায় স্মৃতি আক্তারের হাতে। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামা এই তরুণ রেইডার ছিলেন বাংলাদেশের আক্রমণের প্রাণ।
আগামীকাল জার্মানির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতোই দাপুটে পারফরম্যান্স ধরে রাখতে চায় দলটি। ঘরের মাঠে দূর পর্যন্ত যাওয়ার যে লক্ষ্য— উগান্ডার বিপক্ষে জোরালো সেই বার্তাই দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

