Logo

খেলা

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৬

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য স্বপ্নের এক রাত। টানা ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক এই জয়ের নায়ক মিডফিল্ডার শেখ মোরসালিন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে জামাল-হামজারা। ম্যাচের ১১ মিনিটে বাঁ দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো পাস ধরে সূক্ষ্ম টোকায় বল জালে পাঠান মোরসালিন। জাতীয় দলের হয়ে এ নিয়ে সপ্তম গোল তার।

গোল হজমের পর ভারত আক্রমণে চাপ বাড়ালেও মাঝমাঠে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। একাধিক আক্রমণ ঠেকিয়ে দৃঢ়তার পরিচয় দেন তিনি। ৩১তম মিনিটে গোলরক্ষক মিতুল সামনে এগিয়ে গেলে প্রতিপক্ষের শট গোললাইন থেকে হেড করে ক্লিয়ার করেন হামজা। প্রথমার্ধের শেষ দিকে তার জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়।

এদিকে ২৭তম মিনিটে তারিক কাজী চোট পেয়ে মাঠ ছাড়লে মাঠে কিছুটা চাপ তৈরি হয়। খানিক পর থ্রো-ইন নিয়ে উত্তেজনা দেখা দিলে বাংলাদেশের তপু বর্মণ ও ভারতের বিক্রমকে হলুদ কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধে ভারত বারবার আক্রমণে উঠলেও সমিত সোম, তপু বর্মণ ও ডিফেন্স লাইনের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত মোরসালিনের একমাত্র গোলেই ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তিনে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে এমন এক রাতে নতুন করে আশা দেখছে লাল-সবুজ সমর্থকরা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর