২৬৫ রানে অলআউট আয়ারল্যান্ড, দ্বিতীয়বার ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৪:৪৩
আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অলআউট করে ২১১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। প্রথম ঘণ্টায় উইকেট না হারালেও ৫৯তম ওভারে জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম।
ওভারের প্রথম বলেই তিনি বোল্ড করেন সেট ব্যাটার স্টিফেন দোহেনিকে (৪৬)। একই ওভারের তৃতীয় বলে বোল্ড করেন নতুন ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনকে। দলীয় ১৭৫ রানে পড়ল ৭ উইকেট।
এরপর লরকান টাকার ও জর্ডান নেইল অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। নেইল হাফসেঞ্চুরির এক রান আগে (৪৯) এবাদতের শিকার হলে ভেঙে যায় এ জুটি। শেষ পর্যন্ত ৮৮.৩ ওভারে ২৬৫ রানে থামে আইরিশদের ইনিংস। ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৭৬ রানে নেন ৪ উইকেট। খালেদ আহমেদ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জুটি গড়েন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নি। ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ আহমেদ। তিনি এলবিডব্লিউ করেন স্টার্লিংকে (২৭)। এরপর বালবির্নি (২১) ফেরেন হাসান মুরাদের ঘূর্ণিতে। তার ডিফেন্স ব্যাট-প্যাড হয়ে স্লিপে ক্যাচ দেন। চাদে কারমাইকেলকে (১৭) এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে দুর্দান্ত এক ডেলিভারিতে কুর্তিস ক্যাম্ফারকে (০) বোল্ড করেন হাসান মুরাদ। আরেক আঘাত আসে তাইজুলের হাত থেকে। তিনি এলবিডব্লিউ করেন হ্যারি টেক্টরকে (১৪)। একশর আগেই ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস গড়া হয়েছে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে। শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে মুশফিক ১০৬ রানে আউট হন। লিটন খেলেন ১২৮ রানের চমৎকার ইনিংস। মিরাজের সঙ্গে তার ১৩৩ রানের জুটি বাংলাদেশকে নিয়ে যায় নিরাপদ স্কোরে।
শেষদিকে হাসান মুরাদের ১১ ও এবাদত হোসেনের অপরাজিত ১৮ রানে ভর করে স্বাগতিকরা ৪৭৬ রানে প্রথম ইনিংস শেষ করে।
প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান তুলেছিল বাংলাদেশ। মুশফিক অপরাজিত ছিলেন ৯৯ রানে, লিটন ৪৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪১.১ ওভারে ৪৭৬/১০।
(জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭, তাইজুল ৪, মুরাদ ১১, ইবাদত ১৮*, খালেদ ৮; নিল ১১-১-৪৭-০, ক্যামফার ১০-০-৩২-০, ম্যাকব্রাইন ৩৩.১-৩-১০৯-৬, হামফ্রিস ৫০-৫-১৫১-২, হোয় ৩৪-৩-১১৫-২, টেক্টর ৩-০-১০-০)
আয়ারল্যান্ড প্রথম ইনিংস : ৮৮.৩ ওভারে ২৬৫/১০।
(বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্পার ০, টাকার ৭৫*, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, নিল ৪৯, হোয়ে ৪, হাফফ্রিস ৪; ইবাদত ১২-১-৪৭-১, খালেদ ৮-০-৩৯-২, তাইজুল ৩৫.৩-৬-৭৬-৪, মুরাদ ২১-৩-৫৩-২, মিরাজ ৯-১-৩৮-১, মুমিনুল ৩-১-৫-০)
এমবি

