সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ড এখন তাইজুলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:০১
ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে শুরুতেই দুই উইকেট নিয়ে দেশের পক্ষে সর্বাধিক টেস্ট উইকেটের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
১৩ রান করা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালর্বিনিকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পরই তাইজুল এই কীর্তি গড়েন। এরপর ৯ রান করা পল র্স্টালিংকে আউট করে দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেট তুলে নেন তিনি। এই মুহূর্তে তাইজুলের টেস্টে মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮, যা দেশের পক্ষে সর্বাধিক। এর আগে সাকিব আল হাসানের রেকর্ড ছিল ২৪৬ উইকেট।
এর আগে ঢাকা টেস্টে আইরিশদের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিবকে সমান করেছিলেন তাইজুল। ৫৭তম টেস্ট ও ১০৩তম ইনিংসে খেলতে খেলতে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আড়াইশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করার পথে তিনি। এছাড়া তিনশ’ উইকেটের পথেও এগোচ্ছেন তাইজুল।
তবে সবচেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখনো সাকিবের কাছেই রয়েছে। ক্যারিয়ারে সাকিব ১৯বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন, তবে তাইজুলের সংখ্যা ১৭। দু’জনেই ক্যারিয়ারে দু’বার এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন। সেরা বোলিং লিগারে তাইজুল ৮/৩৯ দিয়ে সাকিবের ৭/৩৬ ছাড়িয়ে গেছেন।
এমএইচএস

