ম্যাকব্রাইনকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম। চতুর্থ দিনে সাকিব আল হাসানকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া এ বাঁহাতি স্পিনার পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় এ রেকর্ড গড়েন।
রোববার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৬ রানে পঞ্চম দিনের সকালে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে মাত্র ১৩ রান যোগ হতেই ম্যাকব্রাইনকে হারায় আয়ারল্যান্ড। ৫৩ বল খেলে ২১ রান করা এ ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল।
৩২ বছর বয়সী এ বাঁহাতি স্পিনারের জন্য ২৫০ উইকেট শিকারের মাইলফলকটি এসেছে তুলনামূলক দ্রুত গতিতে। এটি এসেছে তার ক্যারিয়ারের ৫৬তম টেস্ট ম্যাচে।
গত বছর কানপুরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলা সাকিব আল হাসান ২৪৬ উইকেট শিকার করেছিলেন ৭১ টেস্টে। ৫৬ টেস্টে মেহেদি হাসান মিরাজের শিকার ২০৯ উইকেট।
টেস্টে বাংলাদেশের শীর্ষ ৫ উইকেট শিকারি :
১. তাইজুল ইসলাম- ২৫০*
২. সাকিব আল হাসান- ২৪৬
৩. মেহেদী হাসান মিরাজ- ২০৯
৪. মোহাম্মদ রফিক- ১০০
৫. মাশরাফি বিন মুর্তজা- ৭৮
এমবি

