Logo

খেলা

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৫:০২

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল আয়ারল্যান্ডের ৬ উইকেটে ১৭৬ রানে অবস্থান থেকে। 

প্রথমে মনে হচ্ছিল, বাংলাদেশ সম্ভবত দ্রুত জয় নিশ্চিত করবে। তবে তাইজুল ইসলাম ও হাসান মুরাদের বোলিংয়ে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের প্রতিরোধে প্রথম সেশন বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। প্রায় ৬০ ওভার বোলিং করে আয়ারল্যান্ডের ইনিংস অলআউট হয়।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ফলোঅন নেওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে। এরপর ৫০৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাইজুল ইসলাম রোববারের খেলার ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন। বিদায়ের আগে ৫৩ বলে ২১ রান করা এই স্পিন অলরাউন্ডারের উইকেটের মাধ্যমে তিনি টেস্টে বাংলাদেশের হয়ে ২৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

রোববার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। বিদায়ের আগে ৫৩ বলে ২১ রান করেন এ স্পিন অলরাউন্ডার।

এ উইকেটের মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনো বোলার হিসেবে টেস্টে ২৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ৩২ বছর বয়সী তাইজুল।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ও হাসান মুরাদ ৪টি করে উইকেট নেন। খালেদ আহমেদ ১ উইকেট শিকার করেন। ম্যাচের শেষে ২৫৯ বল খেলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫

বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি.)

আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫--১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০২-০)।

ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর