Logo

খেলা

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খেলোয়াড়রা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২১:৪৯

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খেলোয়াড়রা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় দলের কোনো খেলোয়াড় কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার (২৪ নভেম্বর) এক চিঠির মাধ্যমে ক্রিকেট, ফুটবলসহ সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের জন্য এই নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, খেলোয়াড়রা যেন কোনো নির্বাচনী সভার মঞ্চে না ওঠেন এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ না নেন। ক্রীড়াবিদদের প্রধান দায়িত্ব দেশের সুনাম রক্ষা করা— তাই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ক্রীড়া নীতি পরিপন্থী।

এনএসসি সতর্ক করে জানায়, নির্দেশনা অমান্য হলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জাতীয় দল সংশ্লিষ্ট সব ক্রীড়া ফেডারেশন, সংস্থা ও খেলোয়াড়দের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রার্থীদের উদ্দেশে ক্রীড়া পরিষদ বলেছে, ক্রীড়াবিদদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন— এ বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

তবে, নির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ হলেও জাতীয় দলের খেলোয়াড়রা নির্বাচন করতে পারবেন কিনা বা সে ক্ষেত্রে শর্ত কী— এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এর আগে জাতীয় দলে খেলাকালীন সময়ে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর