তিন দফা পিছিয়ে বিপিএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এ আসরে প্লেয়ার্স-ড্রাফটের পরিবর্তে এবার হবে অকশন। তবে নিলামের আগেই বিপিএলে নতুন এক চমক যুক্ত হলো। ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে নতুন একটি দলটি যুক্ত হয়েছে।
গত রাতেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের দল হিসেবে অনুমোদন পেয়েছে। দলটির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘রাতেই মেইলের মাধ্যমে বিসিবি আমাদের দল নিশ্চিত করেছে। আজ বাকি সবকিছু চূড়ান্ত করা হবে।’
এতে করে এবারের বিপিএলে ছয়টি দল মাঠে গড়াবে। সম্ভাব্য শুরু ২৬ ডিসেম্বর এবং ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।
এর আগে রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্সের, ক্রিকেট উইথ সামি সিলেট টাইটান্সের এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ক্যাপিটালসের মালিকানা পেয়েছে।
বিপিএলের ছয় দলের চূড়ান্ত তালিকা:
- রংপুর রাইডার্স
- ঢাকা ক্যাপিটালস
- সিলেট টাইটান্স
- রাজশাহী ওয়্যারিয়র্স
- চিটাগং রয়েলস
- নোয়াখালী এক্সপ্রেস
এমবি

