Logo

খেলা

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান তারকা চার্লস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২০:৪৬

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান তারকা চার্লস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। টুর্নামেন্টের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চার দলের হয়ে বিপিএলের পাঁচ আসরে খেলেছেন চার্লস। দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস। বিপিএলে ৩৪ ম্যাচ খেলে ১৪২.২২ স্ট্রাইক রেটে ৯০৬ রান করেছেন তিনি। বিপিএলের মঞ্চে দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন এই ক্যারিবিয়ান ওপেনার। দু’বার শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার। এছাড়াও পিএসএল, এসএ২০, এলপিএল ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন চার্লস।

বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে সরাসরি চুক্তিতে দু’জন দেশি ও বিদেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে। চার্লসের আগে বিদেশি খেলোয়াড়দের মধ্যে শ্রীলংকার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবারই প্রথম বিপিএলে খেলবেন কুশল। 

স্থানীয়দের মধ্যে ব্যাটার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করেছে নোয়াখালী এক্সপ্রেস। 

আগামী ৩০ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর