Logo

খেলা

এশিয়ান কাপের মূল পর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২০:৫৫

এশিয়ান কাপের মূল পর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

আগামী বছর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ দল। আজ ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে বাহরাইনকে। এই জয়ে ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার দৌড়ে আছে চীন।

আজ রাতে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে চীন। এ ম্যাচ জিতলে চীনের পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১২। ফলে আগামী রোববার বাংলাদেশ-চীনের ম্যাচটি হয়ে উঠবে ‘বাঁচা-মরার লড়াই’। ঐ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার উপরে থাকা দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার টিকিট পাবে।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার মাঠে বাহরাইনের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে গোলের ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২০ ও ২৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফয়সাল ও রিফাত।

গোলের স্বাদ পেতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাহরাইন সীমানায় আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। ‎‎শেষ পর্যন্ত ৫৯ মিনিটে মিডফিল্ডার বায়েজিদ বোস্তামির গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৬৫ মিনিট ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রিফাতের শট রুখে দেন বাহরাইনের গোলরক্ষক। ৬৮ মিনিটে আরও একবার রিফাতের শট ফিরিয়ে দেন বাহরাইন গোলরক্ষক। কিন্তু ৭২ মিনিটে আর পারেননি। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন মোহাম্মদ মানিক।

৮৫ মিনিটে ব্যবধান কমায় বাহরাইন। জুহাইর ইবরাহিম গোল করে দলকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বাহরাইনের দুটি আক্রমণ নস্যাৎ করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে এবারের বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর ব্রুনাইকে ৮-০ গোলে এবং শ্রীলংকাকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা এশিয়া কাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর