Logo

খেলা

আগামীকাল বিশ্বকাপ ফুটবলের ড্র

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৭

আগামীকাল বিশ্বকাপ ফুটবলের ড্র

আগামীকাল শুক্রবার ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। 

বর্ধিত কলেবরে এবারের বিশ্বকাপের ড্রয়ের নিয়মেও কিছু পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। 

পরিবর্তিত বিষয়গুলো হলো : 

শীর্ষ র‌্যাঙ্কধারী দেশগুলোকে আলাদা রাখা :

সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ৪৮টি দলকে আলাদা ৪টি পটে রাখা হয়েছে, যেখানে প্রতিটি পটে রয়েছে ১২টি দল। প্রতিটি পট থেকে একটি করে দল চারটি করে ১২টি গ্রুপের প্রতিটিতে যাবে। এই প্রথম ফিফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল যেন একে অন্যের থেকে আলাদা থাকে। এর ফলে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড যদি গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে যায় তবে অন্তত সেমিফাইনালের আগে একে অন্যের মুখোমুখি হবে না।

উয়েফা ছাড়া একই কনফেডারেশন থেকে একই গ্রুপে একের বেশী দল থাকবে না। ১৬টি দল যেহেতু উয়েফা বাছাইপর্ব থেকে এসেছে সে কারণে ১২ গ্রুপের চারটিতে দুটি করে ইউরোপীয়ান দল থাকবে। 

স্বাগতিক তিনটি দলকে ইতোমধ্যেই গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। ডি-গ্রুপে থাকা যুক্তরাষ্ট্র লস এ্যাঞ্জেলসে দুটি ও সিটলে একটি ম্যাচ খেলবে। এ-গ্রুপে থাকা মেক্সিকো ১১ জুন উদ্বোধনী ম্যাচসহ দুটি ম্যাচ খেলবে মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে। বাকি ম্যাচটি খেলবে গুয়াডালাজারা স্টেডিয়ামে। অন্যদিকে বি-গ্রুপে থাকা কানাডা একটি ম্যাচ টরেন্টোতে ও বাকি দুই ম্যাচ খেলবে ভ্যানকোভারে। 

অতিরিক্ত নকআউট রাউন্ড : 

২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার প্রায় ৫০ শতাংশ বেশী খেলোয়াড় ও কোচিং স্টাফ ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। বর্ধিত কলেবরের এই আসরে ম্যাচসংখ্যাও বেড়েছে। এ কারণে এবার একটি অতিরিক্ত নকআউট রাউন্ড অনুষ্ঠিত হবে। ১২টি গ্রুপের শীর্ষ চারটি দলের সাথে আটটি সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে ৩২ দলের রাউন্ডটি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে গ্রুপ পর্বে ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এখান থেকে ৪৮ দলের মধ্যে ১৬টি দল বিদায় নিবে। 

র‌্যাঙ্কিং অনুযায়ী দলগুলো সিডিং :

পট-১ : যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানী

পট-২ : ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া

পট-৩ : নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা

পট-৪ : জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাকাও, হাইতি, নিউজিল্যান্ড, উয়েফা প্লে—অফ বিজয়ী ৪টি দল, ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ বিজয়ী ২টি দল

উয়েফা প্লে-অফ : 

১৬টি দল চারটি ভিন্ন ভিন্ন পাথে বিভক্ত হয়ে খেলবে এবং প্রতি পাথের বিজয়ী দল মূল পর্বে জায়গা করে নিবে। প্রতিটি পাথের সেমিফাইনাল ২৬ মার্চ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

পাথ-এ : ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভেনিয়া বনাম ইতালি অথবা নর্দান আয়ারল্যান্ড

পাথ-বি : ইউক্রেন অথবা সুইডেন বনাম পোল্যান্ড অথবা আলবেনিয়া

পাথ-সি : স্লোভাকিয়া অথবা কসভো বনাম তুরষ্ক অথবা রোমানিয়া

পাথ-ডি : চেক প্রজাতন্ত্র অথবা আয়ারল্যান্ড বনাম ডেনমার্ক অথবা নর্থ মেসিডোনিয়া

ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ :

৬টি দল দুটি পাথে বিভক্ত হয়ে অংশ নিবে। প্রতি পাথের একটি দল বাছাইপর্বের বাঁধা পেরুনোর সুযোগ পাবে। প্রতি পাথের সেমিফাইনালগুলো ২৬ মার্চ ও ফাইনাল ম্যাচগুলো ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। প্লে-অফের এই অংশের সবগুলো ম্যাচই মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। 

-নিউ ক্যালেডোনিয়া অথবা জ্যামাইকা বনাম ডিআর কঙ্গো

-বলিভিয়া অথবা সুরিনাম বনাম ইরাক।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর