Logo

খেলা

কখন-কোথায়, কীভাবে দেখবেন বিশ্বকাপ ড্র অনুষ্ঠান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪

কখন-কোথায়, কীভাবে দেখবেন বিশ্বকাপ ড্র অনুষ্ঠান

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের আসর ঘনিয়ে আসছে। নতুন বছরের জুনে তিন দেশ নিয়ে হতে চলা আয়োজনের জন্য ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে রাতে বসবে জমকালো ড্র অনুষ্ঠান।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানটি শুরু হবে শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত না হলেও অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। শনিবার সকালে ফিফা জানাবে বিশ্বকাপের ম্যাচগুলোর সময় ও সূচি।

শুধু ড্র নয়, সঙ্গে থাকছে ঝলমলে আয়োজনও। বিনোদন জগতের নামিদামি ব্যক্তিরা দর্শকের সামনে পারফর্ম করতে মঞ্চে হাজির থাকবেন। আয়োজন যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম ও কৌতুক অভিনেতা কেভিন হার্ট।

উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস, আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গারসহ আরও অনেকে থাকবেন।

প্রথমবার ৪৮ দলের টুর্নামেন্টে ৪২ দেশ চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। ইউরোপিয়ান প্লে-অফ থেকে আসবে চার দল ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বাকি দুটি দলের দেখা মিলবে।

এবারের বিশ্বকাপে গ্রুপপর্বের ড্রয়ের আগে চারটি পটে ভাগ করা হয়েছে ৪৮ দেশকে। র‍্যাঙ্কিং অনুযায়ী সাজানো প্রতিটি পটে আছে ১২টি করে দেশ। আগামী মার্চে প্লে-অফের চূড়ান্ত লড়াই শেষ হওয়ার পর পাওয়া যাবে গ্রুপগুলোর পূর্ণাঙ্গ রূপ।

শুরু হবে পট-১ দিয়ে। প্রতিনিধিরা প্রতিটি পট থেকে একটি করে বল তোলার মাধ্যমে ‘এ’ থেকে ‘এল’ ১২টি গ্রুপ পূরণ করবেন। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।

পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, সাউথ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ।

এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে জায়গা। আগামী মার্চে ২২ দলের প্লে-অফ শেষে চূড়ান্ত হবে বাকি ৬ দল।

কনফেডারেশন সংক্রান্ত নিয়ম

কোন গ্রুপে ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল রাখা হবে না। যেহেতু ইউরোপ থেকে আসছে ১৬ দল, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

স্বাগতিকদের গ্রুপ আগে থেকেই নির্ধারিত

ফিফা আগেই তিন স্বাগতিক দেশের গ্রুপ নির্ধারণ করে দিয়েছে। মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ ও যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’তে থাকবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর