Logo

খেলা

ঋতুপর্ণা চাকমা পাচ্ছেন বেগম রোকেয়া পদক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১

ঋতুপর্ণা চাকমা পাচ্ছেন বেগম রোকেয়া পদক

ঋতুপর্ণা চাকমা। ছবি : ঋতুপর্ণা চাকমার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ ২০২৫ সালের বেগম রোকেয়া পদক প্রদান করেছে। এবার নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার এবং ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যথাক্রমে নির্বাচিত হয়েছেন— ড. রুভানা রাকিব, কল্পনা আক্তার, ড. নাবিলা ইদ্রিস এবং ঋতুপর্ণা চাকমা।

ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য। তার অসাধারণ পারফরম্যান্সের ফলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া, গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে তার জোড়া গোলেই বাংলাদেশ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পারিবারিক ও সামাজিক নানা বাধা অতিক্রম করে ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেছেন ঋতুপর্ণা। তিনি শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয়, দেশের ক্রীড়া ক্ষেত্রে এক আইকন হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন।

গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদকে রোকেয়া পদক দেয়া হয়েছিল, আর এবার এই সম্মাননা পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানে এই পদক হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, একুশে পদক, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, গত বছর নারী ফুটবল দলকে প্রদান করা হয়েছিল। এটি ছিল ক্রীড়াক্ষেত্রে নারীদের জন্য প্রথমবারের মতো প্রাপ্তি। এবার রোকেয়া পদক প্রাপ্তি আরও একবার প্রমাণ করছে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান সমানভাবে স্বীকৃতি পাচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর