Logo

খেলা

বিপিএলে উত্তাপ ছড়াতে ঢাকায় ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

বিপিএলে উত্তাপ ছড়াতে ঢাকায় ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব

বিপিএলে উত্তাপ ছড়াতে ঢাকায় পা রাখলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে শনিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, একটি শক্তিশালী ও সুশৃঙ্খল দল গড়ার লক্ষ্যে শোয়েব আখতারের অন্তর্ভুক্তি তাদের জন্য এক বড় পদক্ষেপ। ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং লড়াকু মানসিকতা মাঠের ভেতরে ও বাইরে দলের ক্রিকেটারদের সঠিক দিকনির্দেশনা দেবে।

তবে এখনই দীর্ঘ সময়ের জন্য দলের সঙ্গে থাকছেন না তিনি। জানা গেছে, এই দফায় মাত্র দুই দিন ঢাকায় অবস্থান করবেন শোয়েব। এরপর ফিরে গিয়ে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আবারও দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ২৬ ডিসেম্বর থেকে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের।

ক্রিকেট ইতিহাসে গতির ঝড় তোলা এই পেসারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ডটি আজও তার দখলে। পাকিস্তানের জার্সিতে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা শোয়েব ২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করলেও এবার বিপিএলে মেন্টরের ভূমিকায় ডাগআউটে দেখা যাবে তাকে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর