Logo

খেলা

রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন লামিচান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯

রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন লামিচান

রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুকে এ খবর জানিয়েছে রাজশাহী। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম হিমালয়ের ম্যাজিক সন্দীপ লামিচান।’

তারা আরও লিখেছে, ‘নেপাল শুধু খেলা দেখবে না, লড়াইয়ের অংশ হয়েছে।’

সারাবিশ্বে বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে থাকেন লামিচান। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৮/১৯ মৌসুমে সিলেটের হয়ে ৬ ম্যাচে ৪ উইকেট নেন লামিচান। 

এর আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

নিশামের সাথে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রাজশাহী দলে আরও আছেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসেন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্ত এবং জাহানদাদ খান।

দেশি খেলোয়াড়দের মধ্যে রাজশাহী দলে আছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং আকবর আলীরা। 

বাসস/এসএসকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর