সৌদি যুবরাজের চোখ বার্সেলোনায়, ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫
সৌদি আরবের ক্রীড়াজগত দখলের উচ্চাকাঙ্ক্ষা নতুন নয়। ইউরোপীয় ফুটবলে একের পর এক বড় বিনিয়োগের পর এবার আলোচনার কেন্দ্রে স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কাতালান জায়ান্টটিকে অধিগ্রহণ করতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রস্তুত বিশাল অঙ্কের বিনিয়োগ নিয়ে।
প্রতিবেদনে বলা হচ্ছে, বার্সেলোনার মালিকানা পেতে প্রায় ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন সৌদি যুবরাজ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার সমান। এমন প্রস্তাব বাস্তবায়িত হলে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এটি হবে অন্যতম বড় আর্থিক চুক্তি।
বর্তমানে মারাত্মক আর্থিক সংকটে রয়েছে বার্সেলোনা। ক্লাবটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২.৫ বিলিয়ন ইউরোতে। এই অবস্থায় সৌদি বিনিয়োগ এলে এক ঝটকায় সব ঋণ পরিশোধ করে আবারও আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে কাতালানরা— এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। তবে এর বিনিময়ে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে সৌদি যুবরাজের হাতে।
কিন্তু বাস্তবতা হলো, বার্সেলোনা কোনো সাধারণ কর্পোরেট ক্লাব নয়। এটি পরিচালিত হয় ‘সোসিও’ ব্যবস্থায়, যেখানে হাজার হাজার সদস্যই ক্লাবের প্রকৃত মালিক। সভাপতি নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোটাধিকার থাকে এই সদস্যদের হাতেই। ফলে বর্তমান কাঠামোয় কোনো ব্যক্তি বা বিদেশি গোষ্ঠীর পক্ষে ক্লাবের সম্পূর্ণ মালিকানা নেওয়া আইনগতভাবে অত্যন্ত জটিল।
সব মিলিয়ে সৌদি যুবরাজের আগ্রহ ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিলেও, বার্সেলোনাকে কেনা বা নিয়ন্ত্রণ নেওয়ার পথ যে সহজ নয়— তা বলাই বাহুল্য।
এসএসকে/

