Logo

খেলা

দোহায় বসছে ‘ফিফা দ্য বেস্ট’, কালই জানা যাবে বর্ষসেরাদের নাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪

দোহায় বসছে ‘ফিফা দ্য বেস্ট’, কালই জানা যাবে বর্ষসেরাদের নাম

বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ নিয়ে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর এবার চূড়ান্ত আয়োজনের সময় ও স্থান ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই গালা অনুষ্ঠান।

দোহার ফেয়ারমন্ট কাতারা হলের আড়ম্বরপূর্ণ মঞ্চে বসবে তারকাসমাগম। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ফুটবলপ্রেমীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি এই আয়োজন উপভোগ করতে পারবেন।

এবারের আসরে মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে— ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচ, বর্ষসেরা গোলরক্ষক, সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সমর্থক দল।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, পেদ্রি, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহ। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় আছেন কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ।

ফিফা জানিয়েছে, সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক ও কোচদের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে সমর্থকদের অংশগ্রহণ— বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি ফুটবলভক্ত অনলাইনে ভোট দিয়ে চূড়ান্ত ফলাফলে ভূমিকা রেখেছেন।

সব মিলিয়ে আজকের রাত বিশ্ব ফুটবলের জন্য হতে যাচ্ছে উত্তেজনা আর গ্ল্যামারে ভরপুর।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর