Logo

খেলা

ওয়াক ওভারে শুরু হলো ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১

ওয়াক ওভারে শুরু হলো ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম দিনের সূচি করা হয়েছে মিডিয়া ফোকাস মাথায় রেখে। ওল্ড ডিওএইচএস ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ রাখা হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এখানে মিডিয়া কর্মীদের আনাগোনা থাকায় ইতিবাচক একটা বার্তা হয়তো গেছে। বাকি চার ভেন্যুর তিনটিতেই ছিল হতাশা। প্রথম রাউন্ডের প্রথম দিনে পাঁচটি ম্যাচের তিনটিই ওয়াক ওভার ঘোষণা করেন ম্যাচ রেফারিরা। বিকেএসপির তিনটি মাঠে খেলা রাখা হলেও প্রতিপক্ষ না থাকায় ম্যাচ হয়নি। এককথায় ওয়াক ওভারে শুরু হলো ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

বিকেএসপির দুই নম্বর মাঠে বারিধারা ডেজলার্সের সঙ্গে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল। কাকডাকা ভোরে বারিধারা ম্যাচ ভেন্যুতে গেলেও বেঁধে দেওয়া সময় পর্যন্ত অনুপস্থিত ছিল পারটেক্স। লিগের গঠনতন্ত্র অনুযায়ী ম্যাচরেফারি এমদাদুল হক বারিধারাকে জয়ী ঘোষণা করেন। অদূরে তিন নম্বর মাঠে গাজী টায়ার্সের সঙ্গে খেলা কথা ছিল ঢাকা ইউনাইটেডের। বিদ্রোহী ক্লাব গাজীর অনুপস্থিতিতে ওয়াক ওভার পায় ঢাকা। 

তবে চার নম্বর মাঠে ম্যাচ অফিসিয়ালরা অপেক্ষায় থাকলেও কলাবাগান ক্রীড়া চক্র বা আম্বার স্পোর্টিং ক্লাবের কেউই যায়নি। এই ম্যাচটি ওয়াক ওভার পেলেও শূন্য পয়েন্ট পাবে উভয় দল। এই তিনটি ম্যাচের অনুপস্থিত চারটি দল লিগ বয়কট করা ৪৪ ক্লাবের অংশ। বয়কটের লিগে উদ্বোধনী দিনে যে দুটি ম্যাচ হয়েছে, তাতে জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব ও পুলিশ ক্রিকেট ক্লাব।

মিরপুরে পুলিশ ক্লাবের বোলিং তোপে ১১৪ রানে অলআউট হয় ওল্ড ডিওএইচএস। এই রান করতে ৬৪টি বল খেলেন তিনি। ওপেনার ইসলাম রানার ব্যাট থেকে এসেছে ২০ রান। আসাদুল্লাহ হিল গালিব নেন চার উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আব্দুস সালাম ও মুশফিকুর ইসলাম। মিমের অপরাজিত ৫৬, আব্দুল্লাহ আল মামুনের ২১ ও রাকিবুল ইসলামের ৩৬ রানে ২১.৩ ওভারে আট উইকেটে ম্যাচ জেতে পুলিশ। 

আমিন বাজারে লালমাটিয়া ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২২৫ রান করে ধানমন্ডি। ইমরান হোসেন ৬৯, রিত্তিক রয় ৩৬, তানভীর হোসেন ৪৪ ও আশরাফ উদ্দিন ৩৪ রান করেন। সাদ্দাম হোসেন ও মিনহাজ নেন দুটি করে উইকেট। লালমাটিয়ার ১১ জনের ৯ জনই বোলিং করেছেন। সাদ্দাম হোসেন ৩৫, ফারদিন হোসেন ৩৩ রান করেন। 

এদিকে লিগে খেলতে না পারা ১২০ ক্রিকেটারকে নিয়ে টুর্নামেন্ট করার পরিকল্পনা করছে বিসিবি। গতকাল জুমে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি ফারুক আহমেদ মিটিং করে দ্রুত টুর্নামেন্ট আয়োজন করার ওপর গুরুত্ব দেন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর