Logo

খেলা

ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হলেন মিঠুন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হলেন মিঠুন

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ মিঠুনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। গতকাল পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে দলের প্রথম অনুশীলন সেশনে এই ঘোষণা দেয় ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ।

বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন মিঠুন। অধিনায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সফলভাবে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন মিঠুন।

গত মৌসুমে চট্টগ্রাম কিংসকে নেতৃত্ব দিয়েছেন মিঠুন। তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল চট্টগ্রাম। শিরোপা নির্ধারনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল চট্টগ্রাম। এছাড়াও বিপিএলে সিলেট স্ট্রাইকার্স, ঘরোয়া টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম, ডিপিএলে আবাহনী লিমিটেড এবং এনসিএলে খুলনা বিভাগের অধিনায়কত্ব করেছেন মিঠুন।

অধিনায়কত্ব পাওয়ার পর দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিঠুন বলেন, ‘ম্যানেজমেন্ট আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। আমি নিষ্ঠার সাথে দলকে নেতৃত্ব দেওয়ার এবং দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব।’

বর্তমানে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিডব্লুএবি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৩ বছর বয়সী মিঠুন। 

বাসস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর