Logo

খেলা

মুস্তাফিজের বোলিং নৈপুন্যে টানা দ্বিতীয় জয় দুবাই ক্যাপিটালসের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

মুস্তাফিজের বোলিং নৈপুন্যে টানা দ্বিতীয় জয় দুবাই ক্যাপিটালসের

মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুন্যে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে দুবাই ক্যাপিটালস। আজ নিজেদের অষ্টম ম্যাচে দুবাই ৬ উইকেটে হারিয়েছে গাল্ফ জায়ান্টসকে। ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুস্তাফিজ। আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৬ রানে অলআউট হয় গাল্ফ। দলের পক্ষে আজমতুল্লাহ ওমারজাই ২৬ বলে ৪৩ এবং অধিনায়ক জেমস ভিন্স ৩৬ রান করেন। 

গাল্ফের ইনিংসে দ্বিতীয় ওভারে প্রথম আক্রমণে এসে ১৩ রান দেন মুস্তাফিজ। এরপর ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয়বারের মত বল করতে আসেন তিনি। ঐ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফিজ। ওভারের দ্বিতীয় বলে ভিন্সকে, চতুর্থ বলে আজমতুল্লাহ ওমারজাইকে এবং পঞ্চম ডেলিভারিতে সিন ডিকসনকে শিকার করেন কাটার মাস্টার। ৩.৫ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। 

জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে জয় তুলে নেয় দুবাই। ব্যাট হাতে ওপেনার শায়ান জাহাঙ্গীর ৪৮, রোভম্যান পাওয়েল অপরাজিত ৪৭ ও অধিনায়ক মোহাম্মদ নবি অনবদ্য ২৫ রান করে দুবাইয়ের জয়ে অবদান রাখেন। 

ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ। এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন ফিজ। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দুবাই।

বাসস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর