Logo

খেলা

বিপিএলে সাফল্যের জন্য দলগত পারফরমেন্স চান অঙ্কন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮

বিপিএলে সাফল্যের জন্য দলগত পারফরমেন্স চান অঙ্কন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের জন্য দলগত পারফরমেন্স চান নোয়াখালী এক্সপ্রেসের উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। গতকাল সংবাদমাধ্যমকে অঙ্কন জানান, বিপিএলের মত চ্যালেঞ্জিং টুর্নামেন্টে শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্স দলের জন্য যথেষ্ট হবে না। 

তিনি বলেন, ‘সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমার কাছে মনে হয়, আমরা শুরু থেকে দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি ও সবাই কতটা পারফরমেন্স করতে পারছে, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচে ভাল খেলা ও প্রত্যক ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন ম্যাচই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

দলের সাফল্যের জন্য নিজের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর অঙ্কন। বিশেষ করে উপরের সারিতে ব্যাট হাতে অবদান রাখতে চান তিনি। তবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানান অঙ্কন। 

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার পরিবর্তিত হতে পারে। আমরা যারা মিডল বা লোয়ার অর্ডারে খেলি, যে কারও ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে। দলের প্রয়োজনের উপর নির্ভর করে কখন ব্যাট করতে হবে। তবে আমরা সবাই দলের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

আইএল টি-টোয়েন্টি লিগ শেষে নোয়াখালী দলে যোগ দেবেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার অন্তর্ভুক্তিতে উচ্ছসিত অঙ্কন। তিনি বলেন, ‘অবশ্যই নবীর অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। সে অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। বিপিএলও অনেক বছর খেলছে। আশা করি তার অভিজ্ঞতা আমাদের দল হিসেবে ভাল ক্রিকেট খেলতে সাহায্য করবে।’

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর