Logo

খেলা

ক্রিকেট যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৪

ক্রিকেট যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তার ডেপুটি হিসেবে থাকছেন ওপেনার জাওয়াদ আবরার। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। 

গত মাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেওয়া বাংলাদেশ যুব দল থেকে একটি পরিবর্তন হয়েছে। পেসার মোহাম্মদ সবুজের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আল ফাহাদ। এছাড়া বাকি ১৪ জন এশিয়া কাপ দলে ছিলেন। 

আগামী ১৫ জানুয়ারি যৌথভাবে জিম্বাবুয়ে-নামিবিয়ায় শুরু হবে ১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ । আসন্ন আসরে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৩ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারারেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর প্রত্যেক গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত একবার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 

যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই : আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার এবং মোহাম্মদ সবুজ।

বাসস/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর