Logo

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপালের দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপালের দল ঘোষণা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) । আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ২০ দলের এই টুর্নামেন্টে উদীয়মান এশীয় দল নেপালকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার রোহিত পাউডেল। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।

নেপালের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন সন্দীপ লামিচানে। তার সঙ্গে থাকবেন বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী। এছাড়া এই বিভাগে অতিরিক্ত বিকল্প হিসেবে থাকবেন দীপেন্দ্র সিং আইরি ও বাসির আহমেদ। এই দলে অলরাউন্ডারের আধিক্য রয়েছে। অধিনায়ক পাউডেল ও তার সহকারী আইরির সঙ্গে অলরাউন্ডার হিসেবে রয়েছেন গুলশন ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি।

বিশ্বকাপের জন্য নেপালের ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে থাকবেন কুশল ভুর্তেল। এছাড়া আসিফ শেখ, লোকেশ বাম, সন্দীপ জোরা ও নন্দন যাদব শীর্ষ ছয়ের বাইরেও ব্যাটিংয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবেন। পেস বোলিং আক্রমণে যৌথভাবে নেতৃত্ব দেবেন সোমপাল কামি ও করন কেসি। তাদের সহায়তা করবেন নন্দন যাদব ও শের মাল্লা।

গ্রুপ ‘সি’-তে নেপাল তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৮ ফেব্রুয়ারি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে। একই ভেন্যুতে গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচে নেপালের প্রতিপক্ষ নবাগত ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয়বার অংশ নিচ্ছে নেপাল। এর আগে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল তারা। তবে সেই আসরে গ্রুপ পর্বে চারটি ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় নেপালের অভিষেক স্মরণীয় হয়নি।

নেপাল দল : রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, করন কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা ও লোকেশ বাম।

বাসস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর