Logo

খেলা

জয় দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪

জয় দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

চার বোলারের দুর্দান্ত বোলিং নৈপুন্যে সহজ জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান ক্রিকেট দল। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী পাকিস্তান।

ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে সপ্তম ওভারে ৩৮ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ১২, কামিল মিশারা শূন্য, কুশল মেন্ডিস ১৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১০ রান করেন। 

উপরের সারির ব্যাটারদের মতো ব্যর্থতার তালিকায় ছিল শ্রীলংকার মিডল অর্ডারও। তবে একপ্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করেন জানিথ লিয়ানাগে। শেষ পর্যন্ত তার করা ৩১ বলে ৪০ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় শ্রীলংকা। ১৯.২ ওভারে ১২৮ রানে অলআউট হয় লংকানরা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন চারিথ আসালঙ্কা। 

সালমান মির্জা ১৮ রানে ও আবরার আহমেদ ২৫ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ৭ ও সাদাব খান ২৫ রানে ২টি করে উইকেট নেন।জবাবে ৩৫ বলে ৫৯ রানের সূচনা করে পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ১৮ বলে ২৪ রান করে সাইম ফিরলেও, টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে নেন ফারহান। 

দলের রান ১শ পার করে সাজঘরের পথ ধরেন ফারহান। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৫১ রান করেন তিনি। অধিনায়ক সালমান আঘা ১৬ ও ফখর জামান ৫ রানে আউট হলেও, ২০ বল বাকী থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন উসমান খান ও সাদাব। উসমান ৭ ও শাদাব ১২ বলে ৩টি চারে ১৮ রানে অপরাজিত থাকেন। শ্রীলংকার চার বোলার ১টি করে উইকেট শিকার করেন। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ১৮ রান করায় ম্যাচ সেরা হন শাদাব।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাসস/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর