Logo

খেলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ দল। বাছাই পর্বের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নেপালে ১৮ জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাছাই পর্ব। বাছাই পর্বে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্র ছাড়াও ঐ গ্রুপে নিগার সুলতানার দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।

১৮ জানুয়ারি বাছাই পর্ব শুরুর দিন আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলতে নামবে টাইগ্রেসরা।

২৪ জানুয়ারি আপার মুলপানি মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

১০ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

বাছাই পর্বে দুই গ্রুপ থেকে তিনটি দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকেট পাবে। মূল পর্বে জায়গা করে নেওয়া চারটি দল আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

ইতোমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

নেপালের দুই ভেন্যু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং আপার মুলপানি ক্রিকেট মাঠে বাছাই পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাছাই পর্বের আগে আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি মোট ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। এরমধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে নেদারল্যান্ডস এবং ১৬ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

বাছাই পর্বে বাংলাদেশের চার ম্যাচের সূচি :

১৮ জানুয়ারি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, আপার মুলপানি

২০ জানুয়ারি : বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

২২ জানুয়ারি : বাংলাদেশ-নামিবিয়া, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

২৪ জানুয়ারি : বাংলাদেশ-আয়ারল্যান্ড, আপার মুলপানি

বাসস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর