Logo

খেলা

বিপিএলে জিরো-টলারেন্স নীতিতে অটল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২১:৩৭

বিপিএলে জিরো-টলারেন্স নীতিতে অটল বিসিবি

অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবি আইইউ) নিশ্চিত করেছে যে, আইসিসির বৈশ্বিক ইন্টেগ্রিটি কাঠামোর আওতায় চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত সন্দেহজনক কর্মকান্ড খতিয়ে দেখছে। 

আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি আইইউ কর্তৃক এই ধরনের কার্যক্রম বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিরই অংশ এবং ক্রিকেটে অনিয়ম রোধে বোর্ডের দৃঢ় অবস্থানকে তুলে ধরে।’

তারা আরও জানায়, ‘বিসিবি আইইউ আইসিসির প্রচলিত দুর্নীতিবিরোধী নীতির অধীনে সাধারণ প্রক্রিয়া অনুসারে কাজ করে। তাই কোন খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার অধিকার লঙ্ঘন করা হয়নি। এই প্রতিরোধমূলক কার্যক্রমের ফলে সন্দেহজনক কর্মকান্ড সতর্কতা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে। সাক্ষী হিসেবে তাদের কাছ থেকে খেলোয়াড় নিয়োগ প্রক্রিয়া, চুক্তির শর্ত এবং পারিশ্রমিক কাঠামো যাচাই করা হয়েছে। তবে এসব বৈঠক ছিল সম্পূর্ণ গোপনীয় ও প্রতিরোধমূলক এবং এর অর্থ এই নয় সংশ্লিষ্ট কোন খেলোয়াড় তদন্তের আওতায় রয়েছে বা তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।’

সবশেষে বিসিবি জানায়, ‘বিসিবি দুর্নীতির প্রতি জিরো-টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং সুনাম রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাসস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর