Logo

খেলা

রিয়ালকে উড়িয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:০৩

রিয়ালকে উড়িয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। ছবি : সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। 

রোববার (১১ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এ উত্তেজনাপূর্ণ ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

ম্যাচের ৭৩ মিনিটে রাফিনহার করা গোলটিই ব্যবধান গড়ে দেয়। শট নেওয়ার সময় পিছলে গেলেও বল রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। গোলরক্ষক থিবো কর্তোয়া কিছুই করতে পারেননি।

এর আগে প্রথমার্ধের ইনজুরি টাইমে জমে ওঠে নাটক। অতিরিক্ত সময়ে তিনটি গোল হয়। এর মধ্যে রিয়াল মাদ্রিদ দুটি এবং বার্সেলোনা একটি গোল করে। বার্সার হয়ে রাফিনহার পাশাপাশি গোল করেন রবার্ট লেভানডোভস্কি। রিয়ালের হয়ে স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র ও গনজালো গার্সিয়া।

হাঁটুর চোটের কারণে সেমিফাইনাল মিস করা কিলিয়ান এমবাপে ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। তবে শেষ পর্যন্ত তিনি সমতা ফেরাতে ব্যর্থ হন।

ম্যাচের শেষ মুহূর্তে বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেও অবশ্য জয়ের আনন্দ থেকে কাতালান জায়ান্টদের থামানো যায়নি।

এ জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে ফাইনালে হারিয়ে রেকর্ড ১৬তম সুপার কাপ নিজেদের করে নিল হান্সি ফ্লিকের দল।

গত মৌসুমের ফাইনালেও রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার কৃতিত্বও এখন তাদের ঝুলিতে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর