এক ইঞ্চিও নড়ব না, বিকল্প খুঁজছে আইসিসি : বিসিবি সহসভাপতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে যাবে না। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বোর্ড।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বিসিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে বিসিবি।
মিটিং শেষে বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি। আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি। আলোচনার পথও খোলা আছে।’
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অবস্থান পুনরায় নিশ্চিত করে বিসিবি এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনা করতে আহ্বান জানায়।
টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে আইসিসি। বিসিবিকে তারা অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনার জন্য। কিন্তু বিসিবি আগের অবস্থানেই অটল রয়েছে।
সমাধান খুঁজে বের করতে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে তারা গঠনমূলক সংলাপ চালিয়ে যাবে।
এমবি

