Logo

খেলা

ভারতকে রুখে দিয়ে সাফ ফুটসালে বাংলাদেশের অভিষেক

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০০:০৫

ভারতকে রুখে দিয়ে সাফ ফুটসালে বাংলাদেশের অভিষেক

বাংলাদেশের পক্ষে দুটি গোল করেন রাহবার খান ও মঈন আহমেদ

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অভিষেক হয় বুধবার। ছেলেদের বিভাগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।

ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ভারত ৪-৩ গোলে এগিয়ে থাকলেও, শেষ মুহূর্তে বাংলাদেশ সমতায় ফিরতে সক্ষম হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় ননথাবুরি ইনডোর স্টেডিয়ামে, যেখানে ৪০ মিনিটের খেলা দুই অর্ধে ৪টি গোল হয়।

বাংলাদেশের পক্ষে দুটি গোল করেন রাহবার খান ও মঈন আহমেদ। বাংলাদেশ প্রথমে এগিয়ে গেলেও ভারত সমতা ফেরায়। এরপর, প্রথমার্ধে টাইম আউটের আগে রাহবার একটি গোল করেন এবং বাংলাদেশ আবারও এগিয়ে যায়। বিরতির আগে ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে পোস্টে চলে যায়। দ্বিতীয়ার্ধে ভারতকে ৩-২ গোলে এগিয়ে দেন রোলুয়াপুইয়া, তবে আবারও মঈন আহমেদের গোলে সমতা ফিরে আসে।

শেষ দিকে আরও জমে ওঠে খেলা। ভারত ৪-৩ গোল করলে মনে হচ্ছিল তারা জয় পেতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের এক ডিফেন্ডারের ভুলে সমতা ফেরায়। অধিনায়ক রাহবার খানের শটে ম্যাচটি ৪-৪ ড্র হয়।

বাংলাদেশের ফুটসাল দলের এই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা সাফ ফুটসালের জন্য বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাফ ফুটসালের মেয়েদের বিভাগে বাংলাদেশ প্রথম খেলতে নামবে বৃহস্পতিবার। সাবিনা-মাসুরাদেরও প্রথম প্রতিপক্ষ ভারত। বুধবার ভারতের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-১ গোলে হারিয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর