বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বয়কট করেছেন ক্রিকেটাররা। এর জেরে ঢাকা পর্বের প্রথম দিনের নির্ধারিত দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। তবে ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।
এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে পরিত্যক্ত হয়।
ক্রিকেটারদের নিয়ে দেওয়া এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। পরিস্থিতি সামাল দিতে বিসিবি এরই মধ্যে নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে।
তবে বিসিবি সূত্র জানায়, বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের আজকের মধ্যেই খেলায় ফেরার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে খেলায় না ফেরায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এমবি

