Logo

খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : কাল মাঠে নামছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২১:৪৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : কাল মাঠে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল থেকে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ।

মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ দশমিক ৩ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ।

স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ দশমিক ২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে স্কটল্যান্ড।

বৃষ্টির কারণে প্রস্তুতিমূলক ম্যাচ দুটি পরিত্যক্ত হলেও, যতটুকু সুযোগ হয়েছে তাতেই ব্যাট-বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকি। স্কটল্যান্ডের বিপক্ষে অনবদ্য ৭৫ রানের ইনিংস খেলেন ওপেনার রিফাত বেগ। স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ছয় বোলার উইকেটের দেখা পান।

জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। পাশাপাশি নিবিড় অনুশীলন সেশনও করেছে তারা।

ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাসস/এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর