আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি বাংলাদেশে আসছেন। তবে দুজন প্রতিনিধি আসার পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় একজন আসতে পারছেন না। আইসিসির ওই ভারতীয় কর্মকর্তাকে বাংলাদেশ ভিসা দেয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেড শনিবার ঢাকায় আসছেন। আইসিসির মূল উদ্দেশ্য ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দেখা করে বিশ্বকাপের বর্তমান পরিস্থিতি তুলে ধরা। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের লজিস্টিক ও কৌশলগত দুর্বলতা বুঝে বাংলাদেশকে ভারতে দল পাঠাতে রাজি করানোই তাদের লক্ষ্য ছিল।
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতে হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশ ইতিমধ্যে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে।
৪ জানুয়ারি বিসিবি এই সিদ্ধান্তের কথা আইসিসিকে ইমেইল করে। ৮ জানুয়ারি নিরাপত্তা ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরে আন্তর্জাতিক নিউজ লিঙ্ক পাঠানো হয়। ১৩ জানুয়ারি আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
এ অবস্থায় বাংলাদেশ সরকার যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে ‘সি’ গ্রুপের পরিবর্তে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে নেওয়া হতে পারে, যেখানে আয়ারল্যান্ডের জায়গা হতে পারে। তবে এ জন্য আইসিসির সভার অনুমোদন প্রয়োজন। এই জটিলতা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতেই বাংলাদেশে আসছেন আইসিসি প্রতিনিধি।
এন্ড্রু এফগ্রেড বিসিবি ও সরকারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করতে পারেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যে জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হবে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার প্রধানের অনুমোদনসাপেক্ষ হতে পারে। বিসিবি সভাপতি পরিষ্কার বলেছেন, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলার দাবিতে বাংলাদেশ অনড় থাকবে।
এআরএস

