Logo

খেলা

বিসিবি-আইসিসি বৈঠক

বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ২১:০৫

বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাঠে না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে শনিবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিসিবি।

বৈঠকে বিসিবি বিস্তারিতভাবে জানিয়েছে কেন তারা ভারতে খেলতে চায় না। একই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহ্বান জানিয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ উপস্থিত ছিলেন। অন্যদিকে, আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা জটিলতার কারণে ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আলোচনা অত্যন্ত গঠনমূলক ও পেশাদার পরিবেশে হয়েছে। বিসিবি তাদের আগের অবস্থানেই অটল রয়েছে। খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার স্বার্থে তারা ভারতে খেলবে না। সরকারের উদ্বেগের বিষয়টিও আইসিসিকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্যান্য বিষয়গুলোর মধ্যে লজিস্টিক সংক্রান্ত জটিলতা সর্বনিম্ন পর্যায়ে রেখে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। মূলত গ্রুপ বদলে ফেললে সূচি ও ভেন্যু পরিবর্তন আইসিসির জন্য লজিস্টিকভাবে সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ এ সভায় বিসিবির পক্ষে নেতৃত্ব দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

ভবিষ্যতে আরও আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে দুই পক্ষই।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং পরবর্তী নিরাপত্তা হুমকির পর থেকেই ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর