Logo

খেলা

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, সিদ্ধান্ত বুধবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৩

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, তা চূড়ান্তভাবে জানা যাবে আগামী বুধবার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২১ জানুয়ারি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। গত ১৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসির প্রতিনিধি দলের সভায় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারত ভ্রমণ না করার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না, তা এখনও অনিশ্চিত।

তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অনিশ্চয়তা খুব দ্রুত কাটবে। আগামী ২১ জানুয়ারি বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। সেদিনই জানা যাবে, বাংলাদেশ কি ভারতেই খেলবে না অন্য কোথাও।

বাংলাদেশ চায় শ্রীলঙ্কার মাটিতে খেলতে। কিন্তু টুর্নামেন্টের অল্প সময় আগে সূচি পরিবর্তনের ঝামেলায় আইসিসি যাবে কি না, প্রশ্ন থেকে যায়। সমাধান একটি ছিল— আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন। তবে সেই আশাতেও গুড়েবালি!

ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে আগ্রহী নয় ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর নিজেদের অবস্থান জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘বি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। আইরিশদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে। 

অন্যদিকে, বাংলাদেশ খেলছে গ্রুপ ‘সি’-তে। সেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর