পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩
থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ থামছেই না। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ দলের জয়ের পর বুধবার একই প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়ে নারী দলও। ম্যাচের শুরুতে দুই গোল হজম করলেও দুর্দান্ত প্রত্যাবর্তনে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেন অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
ম্যাচের প্রথম দিকটা ছিল শ্রীলঙ্কার দখলে। দ্রুত দুই গোল করে তারা এগিয়ে যায়। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বাংলাদেশ। কৃষ্ণা রাণী সরকারের সহায়তায় পরপর দুই গোল করে স্কোরলাইন সমতায় ফেরান সাবিনা খাতুন।
বিরতির পর পুরোপুরি আধিপত্য দেখায় লাল-সবুজের মেয়েরা। সাবিনা ও কৃষ্ণার গতি ও অভিজ্ঞতার সামনে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। কর্নার থেকে সাবিনার বাড়ানো বল সুমাইয়া জোরালো শটে জালে পাঠালে বাংলাদেশ এগিয়ে যায়।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল করে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কৃষ্ণা রাণী নিজেই একটি গোল করেন। এরপর সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে গোল করেন মাসুরা। পরে কৃষ্ণার আরেকটি গোলে জয় নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে শ্রীলঙ্কা একটি গোল শোধ করলেও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।
এবারের সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়েছে সাতটি দেশ। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। সামনে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন।
অন্যদিকে, পুরুষ দল চার ম্যাচে এখন পর্যন্ত পেয়েছে সাত পয়েন্ট।
এসএসকে/

