Logo

খেলা

বিপিএলের ফাইনালে ব‍্যাটিংয়ে রাজশাহী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

বিপিএলের ফাইনালে ব‍্যাটিংয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ফাইনালে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে আগে ব‍্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদি হাসান।

বিপিএলের এ আসর শুরু থেকেই নানা অসঙ্গতি দেখা গেছে। একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তর, মাঝপথে সূচি পরিবর্তন, ক্রিকেটার আন্দোলন ও খেলা স্থগিতের ঘটনা ঘটেছে। 

টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের সঙ্গে ট্রফির ফটোশুট হয়নি। ২৫ হাজার ডলারের ‘ডায়মন্ড স্টাডেড’ ট্রফি মূলত টুর্নামেন্ট চলাকালীন উন্মোচনের কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। ফাইনালের শুরু হওয়ার কিছু মুহূর্ত আগে ট্রফি উন্মোচন করা হয়।

চট্টগ্রাম রয়্যালস একাদশ : মির্জা তাহির বেগ, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, হাসান নাওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), আমির জামাল, তানভীর ইসলাম, জাহিদুজ্জামান (উইকেটরক্ষক), মুকিদুল ইসলাম, শরীফুল ইসলাম।

রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ : সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেইন উইলিয়ামসন, নাজমুল হোসে (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহরব হাসান, জিমি নিশাম, আব্দুল গাফফার, তানজিম হাসান, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর