Logo

খেলা

গেইলের কাছাকাছি তানজিদ তামিম, সেঞ্চুরিতে ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২২:৩০

গেইলের কাছাকাছি তানজিদ তামিম, সেঞ্চুরিতে ইতিহাস

তানজিদ তামিম

মুকিদুল ইসলাম মুগ্ধর বল অফ সাইডে ঠেলে দিয়েই দৌড় শুরু করেছিলেন তানজিদ তামিম। রান পূর্ণ করে থামেননি-এক লাফে ঘুরে আরেকটি। তারপর এক হাতে হেলমেট, অন্য হাতে ব্যাট উঁচু করে হোম অব ক্রিকেটের দর্শকভর্তি গ্যালারির অভিনন্দন গ্রহণ।

সেই মুহূর্তেই বিপিএলে পূর্ণ হলো তার তৃতীয় সেঞ্চুরি। বাংলাদেশিদের মধ্যে বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন এই তরুণ ওপেনার।

শুক্রবার বিপিএলের ফাইনালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬১ বলে সেঞ্চুরি করেন তানজিদ তামিম। ঠিক ১০০ রানের এই ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। রাজশাহীর দলীয় সংগ্রহ ১৭৪ রানের মধ্যে একাই ১০০ রান করেন তামিম—অর্থাৎ দলের মোট রানের ৫৭.৪৭ শতাংশই এসেছে তার ব্যাট থেকে।

পুরো টুর্নামেন্টজুড়ে অবশ্য ধারাবাহিক ছিলেন না তিনি। লিগ পর্ব ও প্লে-অফ মিলিয়ে ১২ ম্যাচে মাত্র একটি ফিফটি ছিল তার নামের পাশে। তবে ফাইনালের জন্য যেন সব জমিয়ে রেখেছিলেন তামিম। শিরোপা নির্ধারণী ম্যাচে একাই চট্টগ্রাম রয়্যালসের বোলিং আক্রমণ ভেঙে দেন তিনি।

এই সেঞ্চুরির মাধ্যমে বিপিএলে তৃতীয়বার শতরান করলেন তানজিদ তামিম, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। এর আগে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে দুটি করে সেঞ্চুরি রয়েছে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের।

সব মিলিয়ে বিপিএলের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তানজিদ তামিম এখন দ্বিতীয় স্থানে। পাঁচটি সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন ক্রিস গেইল। বিপিএলে ৩৯ ইনিংস খেলেই নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন তামিম, যেখানে গেইলকে পাঁচ সেঞ্চুরিতে পৌঁছাতে খেলতে হয়েছে ৫২ ইনিংস।

এদিকে তামিম ইকবাল বিপিএলে ১১৭ ইনিংসে দুটি সেঞ্চুরি করেছিলেন। এবারের আসরে তিনি না থাকায় ভবিষ্যতে বিপিএলে তার ফেরার সম্ভাবনাও ক্ষীণ। তাওহিদ হৃদয় ৬১ ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন। বিপিএলে দুটি করে সেঞ্চুরি রয়েছে জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, অ্যালেক্স হেলস, এভিন লুইস ও উসমান খানের নামেও।

বিপিএল ফাইনালের ইতিহাসে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৭ সালের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে ১৮ ছক্কায় ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ২০১৯ সালের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১১ ছক্কায় ৬১ বলে ১৪১ রান করেছিলেন তামিম। বিপিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় এই দুটি ইনিংস এখনো শীর্ষে রয়েছে।

নিলামের আগেই সরাসরি চুক্তিতে তানজিদ তামিমকে দলে নেয় রাজশাহী। তবে শুরুতে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি তিনি। প্রথম সাত ইনিংসে একবারও ৩০ রান ছুঁতে পারেননি। অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪৩ বলে ৭৬ রানের ইনিংস খেললেও সেটিই ছিল ফাইনালের আগে তার একমাত্র উল্লেখযোগ্য পারফরম্যান্স। শিরোপা নির্ধারণী ম্যাচেই নিজের পুরোনো রূপে ফেরেন এই ওপেনার।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে রাজশাহীর হয়ে সাহিবজাদা ফারহান চাপে থাকলেও অন্য প্রান্তে শুরু থেকেই আগ্রাসী ছিলেন তানজিদ তামিম। মাত্র ২৯ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পর কিছুটা ধীর হয়ে পড়লেও দুবার জীবন পান। ৫৪ রানে ডিপ স্কয়ার লেগে তার ক্যাচ ফেলেন মুগ্ধ, আর ৮৮ রানে গালিতে শেখ মেহেদীর হাতে আরেকবার বেঁচে যান তিনি। ৬১ বলে সেঞ্চুরির পথে এই দুই সুযোগই ছিল তার একমাত্র খুঁত—বাকি সময়জুড়ে ছিলেন পুরোপুরি অনবদ্য।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর